![]() |
ভিডিও দেখার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন |
- অশুদ্ধ-অপমান হবার ভয় নেই।
- শুদ্ধ-অপমানিত হবার ভয় নেই।
- অশুদ্ধ-আমার এই পুস্তকের কোন আবশ্যক নেই।
- শুদ্ধ- আমার এই পুস্তকের কোন আবশ্যকতা নেই।
- অশুদ্ধ-এই শ্রেণীতে পঁচিশ জন ছাত্র আছে,তার মধ্যে এই ছাত্রটি সবচেয়ে ভাল।
- শুদ্ধ-এই শ্রেণীতে পঁচিশ জন ছাত্র আছে,তাদের মধ্যে এই ছাত্রটি সবচেয়ে ভাল।
- অশুদ্ধ-একথা প্রমাণ হয়েছে।
- শুদ্ধ-একথা প্রমাণিত হয়েছে।
- অশুদ্ধ-এ কাজটি আমার পক্ষে সম্ভব নহে।
- শুদ্ধ-এ কাজটি করা আমার পক্ষে সম্ভব নয়।
- অশুদ্ধ-খাঁটি গরুর দুধ স্বাস্থ্যের জন্য উপকারী।
- শুদ্ধ-গরুর খাঁটি দুধ স্বাস্থ্যের জন্য উপকারী।
- অশুদ্ধ-গৌরব লোপ হয়েছে।
- শুদ্ধ-গৌরব লোপ পেয়েছে। অথবা গৌরব লুপ্ত হয়েছে।
- অশু্দ্ধ-জাতীয় প্রেসক্লাবে তিনি এক সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন।
- শু্দ্ধ-জাতীয় প্রেসক্লাবে এক সংবাদিক সম্মেলনে তিনি বক্তৃতা করেন।
- অশুদ্ধ-তারা একত্রে গমন করলো।
- শুদ্ধ-তারা একত্র গমন করলো।
- অশুদ্ধ-তিনি আরোগ্য হলেন।
- শুদ্ধ-তিনি আরোগ্য লাভ করলেন।
- অশুদ্ধ-তেজস্ক্রিয় বস্তু সারা ইউরোপকে ছাইয়ে ফেলে।
- শুদ্ধ-তেজস্ক্রিয় বস্তু সারা ইউরোপকে ছেয়ে ফেলে।
- অশুদ্ধ-নদীল জল হ্রাস হয়েছে। শুদ্ধ-নদীল জল হ্রাস পেয়েছে।
- অশুদ্ধ-পরবর্তীতে আপনি আসবেন।
- শুদ্ধ-পরবর্তীকালে আপনি আসবেন।
- অশুদ্ধ-পাঁচ সদস্যবিশিষ্ট সৌদী আরবের শিক্ষা মিশন ঢাকা সফরে এসেছেন।
- শুদ্ধ- সৌদী আরবের পাঁচ সদস্যবিশিষ্ট শিক্ষা মিশন ঢাকা সফরে এসেছেন।
- অশুদ্ধ-পূর্বদিকে সূর্য উদয় হয়। শুদ্ধ-পূর্বদিকে সূর্যের উদয় হয়।
- অশুদ্ধ-মন্ত্রিপরিষদের অনুষ্ঠানরত বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।
- শুদ্ধ-মন্ত্রিপরিষদের চল্তি বৈঠকে তিনি সভাপতিত্ব করেন।
- অশুদ্ধ-রৈবিক গল্পের উপজীব্যতা বহুমূখী বিষয়।
- শুদ্ধ-রাবীন্দ্রিক গল্পের উপজীব্য বহুমূখী বিষয়।
- অশুদ্ধ-সঙ্কট অবস্থায় পড়লাম।
- শুদ্ধ-সঙ্কটজনক অবস্থায় পড়লাম।
- অশুদ্ধ-সভায় অনেক ছাত্রগণ এসেছিল।
- শুদ্ধ-সভায় অনেক ছাত্র এসেছিল।
- অশুদ্ধ-সে এই মোকদ্দমায় সাক্ষী দিয়েছে।
- শুদ্ধ-সে এই মোকদ্দমায় সাক্ষ্য দিয়েছে।
- অশুদ্ধ-সে সমস্ত কথা বিস্তারিত বলল।
- শুদ্ধ-সে সমস্ত কথা বিস্তারিতভাবে বলল।
0 মন্তব্য(গুলি) :
একটি মন্তব্য পোস্ট করুন