সর্বশেষ সংবাদ

***পরীক্ষামূল কাজ চলছে।*** #ঈদ মোবারক# ৫মে,২০১৬ আইসিটি ব্যবহারিক পরীক্ষা  -¦-  পরীক্ষা কমিটি এবং কম্পিউটার ল্যাবের সাথে সংশ্লিষ্ট সকলকে ৩০ এপ্রিল,২০১৬ উপস্থিত থাকার জন্য সভাপতির নির্দেশ  -¦-  ১০ মে,২০১৬ তারিখের মধ্যে জোনাকি আইসিটির পরীক্ষার্থীদের পরীক্ষার ফি পরিশোধ করতে বলা হলো  -¦-  ১২ মে,২০১৬ খ্রিস্টাব্দ তারিক থেকে পরীক্ষার এডমিট প্রদান করা হবে  -¦-  ১ মে,২০১৬ খ্রিস্টাব্দ মে দিবসের ছুটি  -¦-  ২ মে,২০১৬ ব্যবহারিক নোট প্রদান করা হবে  -¦-  ২ মে,২০১৬ কম্পিউটার ল্যাবের সাথে সংশ্লিষ্ট কর্মচারিদের উপস্থিত থাকার জন্য বলা হলো  -¦-  সার্বিক যোগাযোগের জন্য সহাকারি পরিচালকের সাথে যোগাযোগ করুন  -¦-  ১৫ মে,২০১৬ মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন করা হবে  -¦-  ১৮ তম ব্যাচের ক্লাস ৩০/০৪/২০১৬ থেকে ০৫/০৫/২০১৬ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে  -¦-  জেনারেটর অপারেটরতে ১০ মে উপস্থিত থাকার জন্য বলা হলো  -¦-  ১২ মে,২০১৬খ্রিস্টাব্দ ১৭ তম ব্যাচের টিউটোরিয়াল পরীক্ষা  -¦-  

ভাল হাতের লেখার বৈশিষ্ট্য

ব্যক্তিভেদে লিখনের ক্ষেত্রে তারতম্য পরিলক্ষিত হয়।তবে নিয়মিত অনুশীলন বা চর্চার মাধ্যমে সুলিখন সম্ভব।নিচে সুলিখনের বৈশিষ্ট্যগুলো আলোচিত হলো:
১.স্পস্টতা:সুলিখনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে স্পষ্টতা।লেখা গোটা গোটা ও স্পষ্ট হতে হবে।এমনকি টানা লেখার সময় বা দ্রুত লেখার সময় লেখার স্পষ্টতা থাকতে হবে।লেখার মধ্যে কাটাকাটি করতে হলে তাও পরিচ্ছন্ন হতে হবে।
২.নির্ভুলতা:নির্ভুলতা সুলিখনের একটি অন্যতম শর্ত।লেখার মধ্যে বানান ভুল বা ভাষার ভুল থাকলে তা কখনও সুলিখন বলে বিবেচিত হতে পারে না।লেখায় প্রয়োজনীয় মাত্রা ও যতি চিহ্ন দিতে হবে।
৩.সৌন্দর্য:ভালো হাতের লেখার মধ্য দিয়ে একটি শিল্পিত সৌন্দর্য সৃষ্টি করা যায়।মানুষের শিল্পমনই হাতের লেখার রেখা বিন্যাসের মধ্য দিয়ে সৌন্দর্য সৃষ্টি করে।
৪.দ্রুততা:সু-লিখনের অন্যতম গুণ হল তার দ্রুততা।ধীরে ধীরে হয়তো সুবিন্যস্ত,স্পষ্ট ও নির্ভুল লেখা সম্ভব কিন্তু বয়স,বুদ্ধি ও শ্রেণি বাড়ার সঙ্গে সঙ্গে লেখার দ্রুততাও বাড়বে সঙ্গত কারনেই।
৫.যথার্থ অনুচ্ছেদ:হাতের লেখার মধ্যে যথাস্থানে অনুচ্ছেদ রচনা করতে হবে এবং যতিচিহ্ন স্থাপন করতে হবে।দেখে দেখে লেখার ক্ষেত্রে মূল অংশের অনুরূপ অনুচ্ছেদ রক্ষা করতে হবে।
৬.সমান ছাঁদের অক্ষর গঠন:হাতের লেখার অক্ষরগুলো সমানুপাতিক হবে এবং পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হবে। অক্ষরগুলোর আকৃতি সমান হওয়া সুলিখনের ক্ষেত্রে অন্যতম বৈশিষ্ট্য।
পরিশেষে বলা যায় যে,অক্ষরগুলোর আকার সমান হওয়া,অক্ষরগুলোর শীর্ষভাগ সমান থাকা এবং মাত্রার সঠিকতাই সুলিখনের বৈশিষ্ট্য।লেখার সময় শিক্ষার্থীকে উপরিউক্ত বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.

1 মন্তব্য(গুলি) :

নামহীন বলেছেন...

Casino Site Review (2021) | LuckyClub Live
Read our luckyclub.live casino site review to see all of the important details, bonuses, payment methods, customer support, support, complaints, games and promotions.