সর্বশেষ সংবাদ

***পরীক্ষামূল কাজ চলছে।*** #ঈদ মোবারক# ৫মে,২০১৬ আইসিটি ব্যবহারিক পরীক্ষা  -¦-  পরীক্ষা কমিটি এবং কম্পিউটার ল্যাবের সাথে সংশ্লিষ্ট সকলকে ৩০ এপ্রিল,২০১৬ উপস্থিত থাকার জন্য সভাপতির নির্দেশ  -¦-  ১০ মে,২০১৬ তারিখের মধ্যে জোনাকি আইসিটির পরীক্ষার্থীদের পরীক্ষার ফি পরিশোধ করতে বলা হলো  -¦-  ১২ মে,২০১৬ খ্রিস্টাব্দ তারিক থেকে পরীক্ষার এডমিট প্রদান করা হবে  -¦-  ১ মে,২০১৬ খ্রিস্টাব্দ মে দিবসের ছুটি  -¦-  ২ মে,২০১৬ ব্যবহারিক নোট প্রদান করা হবে  -¦-  ২ মে,২০১৬ কম্পিউটার ল্যাবের সাথে সংশ্লিষ্ট কর্মচারিদের উপস্থিত থাকার জন্য বলা হলো  -¦-  সার্বিক যোগাযোগের জন্য সহাকারি পরিচালকের সাথে যোগাযোগ করুন  -¦-  ১৫ মে,২০১৬ মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন করা হবে  -¦-  ১৮ তম ব্যাচের ক্লাস ৩০/০৪/২০১৬ থেকে ০৫/০৫/২০১৬ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে  -¦-  জেনারেটর অপারেটরতে ১০ মে উপস্থিত থাকার জন্য বলা হলো  -¦-  ১২ মে,২০১৬খ্রিস্টাব্দ ১৭ তম ব্যাচের টিউটোরিয়াল পরীক্ষা  -¦-  

জীব জগতের ওপর ওজন স্তর ক্ষয়ের প্রভাব


জী জগতের ওপর ওজন স্তর ক্ষয়ের প্রভাব সম্বন্ধে বিজ্ঞানীরা নানা তথ্য দিয়েছেন। বিজ্ঞানীরা ধারণা করছেন ওজন স্তর ক্ষয়ের কারণে অতি বেগুনী রশ্মি পৃথিবী পৃষ্ঠে চলে এলে নিম্নলিখিত ক্ষতিগুলো হতে পারে:

  •  প্রাণীদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে।
  •  চোখে ছানি পড়বে। 
  • ত্বকের ক্যান্সার এবং অন্যান্য রোগব্যাধির সূচনা হবে। ধারনা করা হচ্ছে যে,৫%ওজন স্তরের ক্ষয়ের জন্য সারা বিশ্বে ৫ লাখ লোক স্কীন ক্যান্সারে ভুগবে। একটি সমীক্ষায় বলা হয়েছে,১% অতি বেগুনী রশ্মি বৃদ্ধির ফলে সাদা চামড়ার লোকদের মধ্যে নন মেলোনোমা ত্বকের ক্যান্সার বৃদ্ধি পাবে ৪ গুণ। 
  • অতি বেগুনী রশ্মি খাদ্যশস্যকে ক্ষতিগ্রস্ত করবে।
  •  প্রাণী জগতের অনেক প্রজাতির বিলুপ্তি ঘটতে পারে। 
  • বৃক্ষাদি এবং অরণ্যসমূহ নির্মূল হয়ে যাবে। 
  • উদ্ভিদের পাতাগুলো আকারে ছোট হয়ে যাবে। 
  • বীজের উৎকর্ষতা নষ্ট হবে। 
  • ফসলের আগাছা,রোগ ও পোকা মাকড়ের আক্রমণ বেড়ে যাবে। 
  • অতি বেগুনী রশ্মির প্রভাব জীবকোষের উপর খুবই ক্ষতিকারক।এটা জীব কোষের সৃষ্টি এবং বৃদ্ধিকে ব্যাহত করতে পারে এবং অনেক ক্ষেত্রে কোষগুলোকে ভেঙ্গে ফেলতে পারে। 
  • ক্ষুদ্র মাইক্রোঅর্গানিজম,সমুদ্র শৈবাল এবং প্লাংকটন অতি বেগুনী রশ্মির প্রভাবে ধ্বংস হয়ে যাবে।ফলে প্রাকৃতিক খাদ্যচক্রকে প্রভাবিত করে ক্ষতি সাধন করবে।

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.