সর্বশেষ সংবাদ

***পরীক্ষামূল কাজ চলছে।*** #ঈদ মোবারক# ৫মে,২০১৬ আইসিটি ব্যবহারিক পরীক্ষা  -¦-  পরীক্ষা কমিটি এবং কম্পিউটার ল্যাবের সাথে সংশ্লিষ্ট সকলকে ৩০ এপ্রিল,২০১৬ উপস্থিত থাকার জন্য সভাপতির নির্দেশ  -¦-  ১০ মে,২০১৬ তারিখের মধ্যে জোনাকি আইসিটির পরীক্ষার্থীদের পরীক্ষার ফি পরিশোধ করতে বলা হলো  -¦-  ১২ মে,২০১৬ খ্রিস্টাব্দ তারিক থেকে পরীক্ষার এডমিট প্রদান করা হবে  -¦-  ১ মে,২০১৬ খ্রিস্টাব্দ মে দিবসের ছুটি  -¦-  ২ মে,২০১৬ ব্যবহারিক নোট প্রদান করা হবে  -¦-  ২ মে,২০১৬ কম্পিউটার ল্যাবের সাথে সংশ্লিষ্ট কর্মচারিদের উপস্থিত থাকার জন্য বলা হলো  -¦-  সার্বিক যোগাযোগের জন্য সহাকারি পরিচালকের সাথে যোগাযোগ করুন  -¦-  ১৫ মে,২০১৬ মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন করা হবে  -¦-  ১৮ তম ব্যাচের ক্লাস ৩০/০৪/২০১৬ থেকে ০৫/০৫/২০১৬ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে  -¦-  জেনারেটর অপারেটরতে ১০ মে উপস্থিত থাকার জন্য বলা হলো  -¦-  ১২ মে,২০১৬খ্রিস্টাব্দ ১৭ তম ব্যাচের টিউটোরিয়াল পরীক্ষা  -¦-  

শ্রেণিকক্ষে সাহিত্য পঠন-পাঠনের উদ্দেশ্যসমূহ লিখুন।

সাহিত্য পঠন-পাঠনের উদ্দেশ্য  

শ্রেণিকক্ষে সাহিত্য পঠন-পাঠনের উদ্দেশ্য-

  • সঠিক আকৃতিতে বর্ণগুলো লিখতে পারা,
  • শব্দ শনাক্ত করতে পারা,
  • শব্দের সঠিক উচ্চারণ করতে পারা,
  • পাঠে স্বাভাবিক স্বরভঙ্গি বজায় রাখা,
  • বিরাম,যতি চিহ্ন অনুসরণ করা,
  • পাঠ্যাংশ উপলদ্ধি করা,
  • নির্ভুলভাবে পড়া,
  • গতির স্বাভাবিকতা বজায় রেখে পড়া,
  • বিষয়বস্তু অন্যের উপলদ্ধি উপযোগী করে পড়া,
  • সঠিক অভিব্যক্তি প্রকাশ করে পড়া,
  • শ্রবণযোগ্য স্বরে শুদ্ধ ও স্পষ্ট উচ্চারণে পড়তে পারা,
  • শুদ্ধ উচ্চারণে স্বাভাবিক গতিতে আবৃত্তি করতে পারা,
  • মুদ্রিত বই-পুস্তক,পত্র-পত্রিকা পোস্টার ও ব্যানার পড়তে ও বুঝতে পারা,
  • সহজ বিজ্ঞাপন,বিজ্ঞপ্তি,সংকেত,নির্দেশ পড়তে ও বুঝতে পারা,
  • স্বাভাবিক গতিতে নীরবে পড়তে পারা ও বুঝতে পারা,
  • বয়স উপযোগী ছড়া,কবিতা,গল্প,উপন্যাস ও নাটক পড়তে পারা,
  • হাতের লেখা,চিঠি-পত্র,দরখাস্ত ও দলিল পড়তে পারা,
  • জ্ঞান ও আনন্দ লাভের জন্য প্রয়োজনীয় পাঠের অভ্যাস গঠন করা,
  • অনুষ্ঠান ঘোষণা ও অভিনন্দনপত্র পাঠ করতে পারা।
Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.