সর্বশেষ সংবাদ

***পরীক্ষামূল কাজ চলছে।*** #ঈদ মোবারক# ৫মে,২০১৬ আইসিটি ব্যবহারিক পরীক্ষা  -¦-  পরীক্ষা কমিটি এবং কম্পিউটার ল্যাবের সাথে সংশ্লিষ্ট সকলকে ৩০ এপ্রিল,২০১৬ উপস্থিত থাকার জন্য সভাপতির নির্দেশ  -¦-  ১০ মে,২০১৬ তারিখের মধ্যে জোনাকি আইসিটির পরীক্ষার্থীদের পরীক্ষার ফি পরিশোধ করতে বলা হলো  -¦-  ১২ মে,২০১৬ খ্রিস্টাব্দ তারিক থেকে পরীক্ষার এডমিট প্রদান করা হবে  -¦-  ১ মে,২০১৬ খ্রিস্টাব্দ মে দিবসের ছুটি  -¦-  ২ মে,২০১৬ ব্যবহারিক নোট প্রদান করা হবে  -¦-  ২ মে,২০১৬ কম্পিউটার ল্যাবের সাথে সংশ্লিষ্ট কর্মচারিদের উপস্থিত থাকার জন্য বলা হলো  -¦-  সার্বিক যোগাযোগের জন্য সহাকারি পরিচালকের সাথে যোগাযোগ করুন  -¦-  ১৫ মে,২০১৬ মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন করা হবে  -¦-  ১৮ তম ব্যাচের ক্লাস ৩০/০৪/২০১৬ থেকে ০৫/০৫/২০১৬ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে  -¦-  জেনারেটর অপারেটরতে ১০ মে উপস্থিত থাকার জন্য বলা হলো  -¦-  ১২ মে,২০১৬খ্রিস্টাব্দ ১৭ তম ব্যাচের টিউটোরিয়াল পরীক্ষা  -¦-  

কৃতিম উপগ্রহ


কৃতিম উপগ্রহ 
উপগ্রহ বলতে সাধারণত কোনো গ্রহের চারিদিকের ঘূর্ণায়মান কোন প্রাকৃতিক বস্তুকে বোঝায়।যেমন পৃথিবীর গ্রহ চারিদিকে ঘূর্ণায়মান চাঁদ একটি উপগ্রহ। সুতরাং কৃতিম উপগ্রহ বলতে মানুষ নির্মিত উপগ্রহকে বোঝায়। মূলত কৃতিম উপগ্রহ এমন একটি যন্ত্র যা মানুষ কর্তৃক নির্মিত হয়ে শক্তিশালী রকটের মাধ্যমে উৎক্ষিপ্ত হয়ে নির্দিষ্ট কক্ষপথে স্থাপিত হয় ও পৃথিবীকে অনবরত প্রদক্ষিণ করার সাথে সাথে বিচিত্র তথ্য প্রদানের কাজে নিয়োজিত থাকে।সর্বপ্রথম ১৯৫৭ সালের ৪ অক্টোবর সোভিয়েত ইউনিয়ন কর্তৃক কৃতিম উপগ্রহ উৎক্ষিপ্ত হয়।

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.