সর্বশেষ সংবাদ

***পরীক্ষামূল কাজ চলছে।*** #ঈদ মোবারক# ৫মে,২০১৬ আইসিটি ব্যবহারিক পরীক্ষা  -¦-  পরীক্ষা কমিটি এবং কম্পিউটার ল্যাবের সাথে সংশ্লিষ্ট সকলকে ৩০ এপ্রিল,২০১৬ উপস্থিত থাকার জন্য সভাপতির নির্দেশ  -¦-  ১০ মে,২০১৬ তারিখের মধ্যে জোনাকি আইসিটির পরীক্ষার্থীদের পরীক্ষার ফি পরিশোধ করতে বলা হলো  -¦-  ১২ মে,২০১৬ খ্রিস্টাব্দ তারিক থেকে পরীক্ষার এডমিট প্রদান করা হবে  -¦-  ১ মে,২০১৬ খ্রিস্টাব্দ মে দিবসের ছুটি  -¦-  ২ মে,২০১৬ ব্যবহারিক নোট প্রদান করা হবে  -¦-  ২ মে,২০১৬ কম্পিউটার ল্যাবের সাথে সংশ্লিষ্ট কর্মচারিদের উপস্থিত থাকার জন্য বলা হলো  -¦-  সার্বিক যোগাযোগের জন্য সহাকারি পরিচালকের সাথে যোগাযোগ করুন  -¦-  ১৫ মে,২০১৬ মাল্টিমিডিয়া ক্লাসরুম উদ্বোধন করা হবে  -¦-  ১৮ তম ব্যাচের ক্লাস ৩০/০৪/২০১৬ থেকে ০৫/০৫/২০১৬ তারিখ পর্যন্ত বন্ধ থাকবে  -¦-  জেনারেটর অপারেটরতে ১০ মে উপস্থিত থাকার জন্য বলা হলো  -¦-  ১২ মে,২০১৬খ্রিস্টাব্দ ১৭ তম ব্যাচের টিউটোরিয়াল পরীক্ষা  -¦-  

শ্রদ্ধাভিনন্দন


হে মহান অতিথি

রঘুনাথপুর ফাজিল(ডিগ্রি)মাদরাসার প্রশাসন ভবন উদ্বোধনকালে জাতীয় সংসদ সদস্য দিনাজপুর-৬ আসনের  জনাব শিবলী সাদিককে শ্রদ্ধাভিনন্দন
 আপনার শুভাগমনে আমাদের এ প্রত্যন্ত অঞ্চলের আকাশে বাতাশে জেগেছে প্রানের শিহরন্।বাংলা কৃতি সন্তান হিসেবে আপনার পদধ্বনি শুনে নিস্তেজ এ্র্র্রলাকা বাসীর মনে আজ নতুন প্রানের সঞ্চার হয়েছে। তাই অবহেলিত জনগনের পক্ষ থেকে আপনাকে জানাই সাদর অভিনন্দন।শুদ্ধাঞ্জলি গ্রহন করে আপনি আমাদের ধন্য করুন।
 হে মহান শিক্ষাবিদ 
আপনি এ দেশের কৃতি সন্তান,গর্বের ধন,প্রগতিপন্থি ব্যক্তিত্ব।তাই আমাদের শিক্ষা সম্বন্ধে আপনার কোনো কিছুই অবিদিত নেই।সারাদেশের শিক্ষার হালহকিকত সম্পর্কে আপনি সম্যক অবগত।শত সমস্যা উপেক্ষা করে আজ আপনি অবহেলিত এ অঞ্চলে পদার্পণ করেছেন।তাই এখানকার শিক্ষা সংক্রান্ত বহুমুখী সমস্যার কথা আপনার সামনে তুলে ধরে আপনার মূল্যবান সময়ের অপচয় করতে চাইনা।শুধু একান্ত আপনজনের মতো দু-চারটি সমস্যার কথা তুলে ধরব।
 হে জনদরদি 
জাতীয় সংসদের সদস্য হিসেবে গুরুদায়িত্ব মাথায় নিয়ে আপনি বেড়াচ্ছেন এই আসনের এক প্রান্ত থেকে অপর প্রান্তে।কাজেই শিক্ষাঙ্গনগুলোর সঠিক চিত্র আপনার চোখের সামনে উদ্ভাসিত।আমাদের অত্র এলাকায় ঐতিহ্যবাহী অনেক শিক্ষা প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।কিন্তু সেগুলো এখন নানা সমস্যার আবর্তে জর্জরিত।অর্থের অভাবে উপযুক্ত অবকামোগত উন্নয়ন ও শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যহত বলে প্রতীয়মান।তাই আমাদের প্রত্যাশা এ সব সমস্যার সমাধানে সক্রিয় সাহায্য কামনা করি।এ ক্ষেত্রে রঘুনাথপুর ফাজিল ডিগ্রি মাদরাসা অন্যতম দাবিদার। 
 হে শিক্ষানুরাগী
 ‘সবার জন্য শিক্ষা’ শ্লোগানের প্রেক্ষিতে এ অঞ্চলেও শিক্ষার্থীর সংখ্যা ক্রমবর্ধমান।কিন্তু শিক্ষা গ্রহণের সুযোগ এখানে পর্যাপ্ত নয়।রঘুনাথপুর ফাজিল ডিগ্রি মাদরাসা পরিসরে ছোট বলে শিক্ষার্থীদের স্থান সংকুলান হয় না।উপযুক্ত বিষয় ভিত্তিক,শিক্ষক সহায়ক পুস্তক,সমৃদ্ধ লাইব্রেরি,আধুনিক বিজ্ঞান গবেষণাগার,শ্রেণি কক্ষের দরজা জানালা,আধুনিক টয়লেট ব্যাবস্থা এবং প্রয়োজনীয় চেয়ার-টেবিলও নেই।কৃষি প্রধান এই অঞ্চলের শিক্ষার্থীরা আধুনিক ব্যাবস্থাপনার অভাবে পিছিয়ে পড়ছে,উচ্চ শিক্ষালাভে ব্যার্থ হয়ে হতাশার অতল সাগরে হাবুডুবু খাচ্ছে।ফলে অনেক শিক্ষার্থীর শিক্ষা জীবনের অকালেই পরিসমাপ্তি ঘটছে।তাই আপনার নিকট আকুল আবেদন,অত্র অঞ্চলের শিক্ষার্থীদের উন্নত শিক্ষাগ্রহণে রঘুনাথপুর ফাজিল ডিগ্রি মাদরাসার সমস্যা সমাধানের জন্য অনুদান দিয়ে আপনি আমাদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবেন। 

হে  স্বপ্ন জাগানিয়া
বাস্তবতা যত নির্মমই হোকনা কেন,আমরা বিশ্বাস করি,অন্ধকার নিশীথ কেটে নতুন আহ্বান যেমন বিশ্বকে আলোকিত করে তোলে,তেমনি আমাদের সসম্যায় জর্জরিত রঘুনাথপুর ফাজিল ডিগ্রি মাদরাসার গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে সক্ষম হবেন।আমাদের আবেগ ও অনুভূতিতে,কল্পনা ও যুক্তিতে এক স্বপ্নময় বাংলাদেশেরই অধিষ্ঠান,যা যথাযথই সোনার রূপসী বাংলা।আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ার বাস্তবায়ন এ অঞ্চলে আপনার মাধ্যমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লালিত স্বপ্ন প্রত্যাশা করি এবং আপনাকে কেন্দ্র করে স্বপ্ন দেখি।
 হে বন্ধু 
আজ আপনাকে কাছে পেয়ে আবেগাপ্লুত কণ্ঠে যে সব সমস্যার কথা উল্লেখ করলাম,তা শুধু আমাদের নয়,আপনারও।এ সব সমস্যার সমাধানই আপনার জীবনের স্বপ্ন।আমরা শুধু মনে করিয়ে দিলাম। 
পরিশেষে পরম করুনাময় আল্লাহর নিকট আপনার নিরাপদ দীর্ঘ জীবন কামনা করি।আপনার সেবার মহিমায় এদেশের মাটি ও মানুষ ধন্য হোক।

Share on Google Plus

About Unknown

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.